ওয়াশিংটন ডিসির সকল বুকিং বাতিল করছে এয়ারবিএনবি!

১৪ জানুয়ারি, ২০২১ ০১:৪৭  
আগামী ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এই সময়ে অনাকাঙ্খিত ঘটনা থেকে রেহাই পেতে ওয়াশিংটন ডিসির মেট্রো এলাকার সকল রিজার্ভেশন বাতিল করছে এয়ারবিএনবি। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে অনলাইনে বাড়ি ভাড়ার সেবাদাতা প্রতিষ্ঠানটি। এয়ারবিএনবি আরও জানিয়েছে, দায়িত্ব গ্রহণের সপ্তাহের সকল বুকিং বাতিলের পাশাপাশি ঐ সপ্তাহে নতুন করে কোনো বুকিং নেয়া হবে না। স্থানীয়, রাজ্য এবং ফেডারেল অফিশিয়ালদের অনুরোধের ভিত্তিতে এয়ারবিএনবি এই সিদ্ধান্ত নিয়েছে। এই সময়ে জনগনকে ভ্রমণ না করতে বলা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গভর্ণররা পরিস্কারভাবে জানিয়ে দিয়েছেন উক্ত সময়ে ডিসি মেট্রো এরিয়াতে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন না। বাতিল হওয়া পর্যটকদের বুকিংয়ের সকল টাকা ফেরত দেবে এয়ারবিএনবি। এছাড়া নিজস্ব খরচে বাসা মালিকদের ক্ষতিপূরণ দেবে কোম্পানিটি। ডিবিটেক/বিএমটি